বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ মানুষের জন্য সুলভ মূল্যে ক্যাশ আউট চার্জ সেবা নিয়ে আসার অংশ হিসেবে প্রতি এক হাজারে ক্যাশ আউট চার্জ ৯ টাকা ৯৯ পয়সায় নামিয়ে এনেছে। যা এখন দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ। ‘নগদ’ এর অ্যাপ ব্যবহারকারীরা এই সেবা উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নগদ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
